০১ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭

সারাদেশ
চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কার্যালয় থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাউছ বলেন, সোমবার ভোরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সি বলরাম দাশ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। বলরাম গত ৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। তিনি নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার রাতে একই হাসপাতালে চিত্তরঞ্জন পাল নামে ৭৭ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়। তিনিও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ওই ব্যক্তিকে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ঠিকানা কক্সবাজার লেখা আছে।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭১ জন সরকারি এবং ৭৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ৭ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া চলতি সেপ্টেম্বরের গত ১৭ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৬৮ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ২৫ জন নারী এবং শিশু-কিশোর মিলিয়ে ২৪ জন।