০১ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

রূপগঞ্জে শিশুকে অপহরণ  ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

রূপগঞ্জ
রূপগঞ্জে শিশুকে অপহরণ  ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলঃ- বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন ও একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী। খালাসপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ও আলেয়া বেগম।

আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ১ জানুয়ারী রূপগঞ্জের বরপা এলাকার শিশু পপি আক্তারকে অপহরণ করে ধর্ষণ করে। পরবর্তীতে অপমান সহ্য করতে না পেরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের মা জোবেদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করে।